সালমান শাহের স্ত্রী “সামিরা” তৃতীয় বিয়ে করলেন

ঢাকাই চলচ্চিত্রে অন্যতম জননন্দিত অমর শিল্পী সালমান শাহের স্ত্রী “সামিরা হক” ফের বিয়ে করেছেন। এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে। যিনি ছিলেন সালমানেরই বন্ধু।

চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদর সঙ্গে ঘর বেঁধেছেন।

Read More News

সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি। ২১ জুন দু’জনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে।

এদিকে নতুন সংসার প্রসঙ্গে সামিরা বলেন, নতুন জীবন শুরু করেছি। আমার সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।

১৯৯২ সালের ১২ আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার। পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন। সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *