চলমান লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে তৈরি পোশাক কারখানাসহ রপ্তানিমুখী সব শিল্পকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ৮টা থেকে আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বরিশাল থেকে রাতেই লঞ্চ ছেড়ে যাবে।
আজ শনিবার সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের গ্রামের বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফেরার স্বার্থে এবার সাময়িক সময়ের জন্য সারা দেশে লঞ্চসহ নৌযান চলাচলেরও অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
Read More News
গতকাল কারাখানা খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারির পর গ্রামে থাকা শ্রমিক-কর্মচারীরা ঢাকায় ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেন। তাঁরা আজ শনিবার সকাল থেকেই যে যেভাবে পারেন ঢাকার পথে রওনা দেন। চাকরি বাঁচানোর স্বার্থে অনেককে দীর্ঘ পথ হেঁটেই রওনা দিতে দেখা গেছে।
আরিচা-বাংলাবাজার, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট ফেরিঘাটে সকাল থেকে ছিল ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়। মানুষের ভিড়ের কারণে অনেক ক্ষেত্রে ফেরিতে যানবাহন উঠাতে পারেনি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। চূড়ান্ত ভোগান্তি স্বীকার করে এবং পর্যাপ্ত টাকা খরচ করে ঢাকা আসতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মানুষেরা। এই অবস্থার মধ্যেই এখন সারা দেশে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হলো।