হাসপাতালের বিছানায় দিলীপ কুমার

বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তায় ছিলেন ভক্তরা। রবিবার রাতে দিলীপ কুমারের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানানো হয়। সেখানে পরিষ্কার বলা হয়, ৯৮ বছরের অভিনেতা স্থিতিশীল রয়েছেন। ফ্যানেদেরকে হোয়াটস অ্যাপের ফরওয়ার্ডে বিশ্বাস না করার আর্জি জানানো হয়েছে সেই ট্যুইটে।
Read More News

সোমবার দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু একটি ট্যুইটবার্তায় লেখেন, ‘‘গত কয়েকদিন ধরেই আমার প্রিয় স্বামী ইউসুফ খান অসুস্থ হযে হাসপাতালে ভর্তি। সকলকে ধন্যবাদ জানাই তাঁর জন্য প্রার্থনা করার জন্য, অফুরন্ত ভালবাসা আর স্নেহ দেওয়ার জন্য। আমার স্বামী, আমার কহিনূর দিলীপ সাহাব এখন স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেছেন, দিন কয়েকের মধ্যেই আমি তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোনও রকম গুজবে কান দেবেন না। আপনারা সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। আমি সবসময় সর্বশক্তি মানের কাছে এই অতিমারী পরিস্থিতিতে সকলের সুস্থ্যতার জন্য প্রার্থনা করি।’’

প্রসঙ্গত, রবিবারই তাঁর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় বর্ষীয়ান এই অভিনেতা পরলোকগমন করেছেন। কিন্তু সেই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে। গত মাসে এই একই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় নিয়ম মাফিক চেকআপের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।

https://twitter.com/TheDilipKumar/status/1401889531847135233?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1401889531847135233%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fentertainment%2Fbollywood-dilip-kumars-representative-gives-health-update-on-actor-shares-picture-with-saira-banu-sr-608126.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *