কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে অন্তর্জালে অভিনেতা নিজেই এই তথ্য জানিয়েছেন।
সামাজিক পাতায় এক বিবৃতিতে জিৎ লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে।’
Read More News
চিত্রনায়ক জিৎ বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। একাধিক যৌথ প্রযোজনার সিনেমায় জিৎ অভিনয় করেছেন।
আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয় দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের। বলিউডের পর এবার টালিউডেও অভিনেতাদের সংক্রমিত হওয়ার খবর আসছে।