রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে বিক্ষোভ

এবারের সংগ্রাম রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষা করার সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলাদেশের জান-মালের নিরাপত্তা দেয়ার সংগ্রাম। রক্ত শাপলা চত্বরে দিয়েছি প্রয়োজন হলে ইসলামের জন্য অারো রক্ত দিয়ে হলেও এ দেশ থেকে নাস্তিক-মুরতাদ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এভাবেই জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নকল করে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষা করার দাবির প্রতি জোর দিয়ে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাঈনুদ্দী রুহী।
Read More News

একই সাথে আগামী ২৭ মার্চ হাইকোর্টে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে পরের দিন (২৮ মার্চ) থেকে সড়ক, নৌ, রেল ও আকাশপথসহ সবপথই অবরোধ করে জিহাদ ও যুদ্ধের ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লায় শাহী জামে মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা এসব হুমকি দেন। রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষার দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে হেফাজত।

বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ফুল অনেক আছে কিন্তু জাতীয় ফুল শাপলা। মাছ অনেক আছে, কিন্তু জাতীয় মাছ ইলিশ। ফল অনেক আছে, কিন্তু জাতীয় ফল কাঁঠাল। ভাষা অনেক আছে কিন্তু আমাদের জাতীয় ভাষা বাংলা। তাহলে ধর্ম অনেক থাকলেও রাষ্ট্রধর্ম কেন ইসলাম হবেনা? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে সরকারের প্রতি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল না করার আহবান জানান।

তিনি বলেন বাংলাদেশের ৯২ ভাগ মুসলিম। ইসলাম রক্ষার জন্য প্রয়োজনে কোটি কোটি তৌহিদি জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেবে। ২৭ তারিখ শুনানি আছে। যদি রায় বিপক্ষে যায় তাহলে পরের দিন (২৮ মার্চ) তৌহিদী জনতা এর জবাব দিবে। আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব।

বাবুনগরী বলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার,রাষ্ট্রপতি সবাই মুসলিম তাই রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিবেন না । হাদিস শরিফে আছে মুসলমান নারীসহ সংখ্যালঘুদের ওপর জুলুম করবে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। তাই ৯২ ভাগ মুসলমি নাগরিকের এ দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে বাধা কোথায়? অাপনাদের প্রতি আবেদন, নাস্তিকদের ফাঁদে পা দিয়েন না।

তিনি বলেন আমরা শুধু ইসলামের পক্ষে বলব। আমরা কারও পক্ষে কারও বিপক্ষে বলব না। আমরা ইসলাম নিয়ে চিন্তা করি, সবাই শান্তিতে থাকুক সেটি ভাবি । কাউকে গদিতে বসানো আর কাউকে গদি থেকে নামানো কাজ আমাদের নয়। ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদ সমর্থন করেনা।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন দেশে এত সমস্যা থাকতে রাষ্ট্রধর্মের বিরুদ্ধে ২৮ বছর আগে দায়ের করা একটি পুরানো রিট হঠাৎ করে কেন সচল করতে হবে? ঠিক এ সময়েই বা কেন-যখন চারদিকে গুমোট রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, যখন দেশি-বিদেশি চক্রের সমন্বয়ে বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ থেকে কোটি কোটি ডলার লোপাট হচ্ছে? একটা ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা একের পর এক তো দেখে আসছি। বিষয়টি এখন পরিষ্কার চুরি হওয়ার ঘটনা ধামা চাপা দিতে এবং ওই ঘটনাকে ভিন্ন পথে পরিচালিত করতে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। এ ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না।’

তিনি বলেন আগামী ২৭ মার্চ হাইকোর্টের তালিকায় থাকা রাষ্ট্রধর্ম বিষয়ক রিটটি যেন জনস্বার্থে ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও চেতনার প্রতি সম্মান প্রদর্শন করে খারিজ করে দেয়া হয়। এটা নিয়ে যেন কাউকে পানি ঘোলা করে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ না পায়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজত নেতা কামরুল ইসলাম কাশেমী, আ ন ম ওয়াহেদ উল্লাহ, আনোয়ার হোসেন রব্বানি, জয়নাল আবেদিন কুতুবি, জুনায়েদ জহুর, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, জালাল উদ্দিন, সেলিমউল্লাহ, সাব্বির আহমেদ, আব্দুর রব, আশরাফ বিন মাহমুদ, মো.অলিউল্লাহ, ওসমান কাশেমি।

পরে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে হেফাজত। যদিও সিটি করপোরেশন চত্বর পর্যন্ত মিছিলের অনুমতি ছিল তাদের কিন্তু পুলিশের বাঁধা ভেঙে মিছিল নিয়ে জামালখান পর্যন্ত নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ বক্তব্যও দেয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *