সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৬-১৭ মেয়াদের নির্বাচনে সভাপতিসহ আটটি পদে আওয়ামীপন্থী সাদা প্যানেল জয়ী হয়েছে। আর সম্পাদকসহ ছয়টি পদে জয়ী হয়েছে বিএনপিপন্থী নীল প্যানেল। সভাপতি পদে জয়ী হয়েছেন ইউসুফ হোসেন হুমায়ুন (সাদা), সম্পাদক পদে এ এম মাহবুবউদ্দিন খোকন (নীল), সহসভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নি (নীল), তাহেরুল ইসলাম (সাদা), সহসম্পাদক পদে এ কে এম রবিউল ইসলাম সুমন (সাদা), শেখ সিরাজুল ইসলাম (সাদা) আর কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মো. রমজান আলী শিকদার (সাদা)। সদস্যপদে নির্বাচিত হয়েছেন শামীম আজিজ (সাদা), নাসরিন রিনা (সাদা), নাসির উদ্দিন সম্রাট (নীল), ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম (নীল), রেজাউল ইসলাম রেজা (নীল), আজিজ মিয়া মিন্টু (সাদা) ও কামাল হোসেন (নীল)। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাঁচ হাজার ৩৬ ভোটারের মধ্যে দুই দিনে মোট তিন হাজার ৯২১ জন ভোট দিয়েছেন। গতকাল রাত ১০টা থেকে গণনা শুরু হয়। আজ শুক্রবার সকাল ৮টায় ফল ঘোষণা করা হয়।
Read More News