সম্প্রতি বিয়ে সেরেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। বহুদিন ধরেই প্রেম করছিলেন চাহাল আর ধনশ্রী। ধনশ্রী পেশায় একজন ডাক্তার। এ ছাড়াও খুব ভালো নৃত্যশিল্পী তিনি। ইউটিউবার হিসেবেও জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই নাচের ভিডিও শেয়ার করেন ধনশ্রী। আর এই সোশ্যাল মিডিয়া সূত্রেই আলাপ এই নব দম্পতির। গত ৮ অগাস্ট বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পরপরই উড়ে গিয়েছিলেন দুবাইতে হনিমুন সারতে। আর এ বার রিল্যাক্স করতে গেলেন মালদ্বীপে।
Read More News
লকডাউনের পর থেকে বলি-সেলেবদের যেন জাতীয় হলিডে ডেস্টিনেশন হযে গিয়েছে মালদ্বীপ। মালদ্বীপের সমুদ্রে রিল্যাক্স করতে প্রায় সকলেই একবার করে ঢুঁ মেরেছেন সেখানে। অসাধারণ সৌন্দর্য্য, বিলাসবহুল খানাপিনা, বিভিন্ন রকম ওয়াটার গেম…কোনওটাই বাদ যাচ্ছে না। সম্প্রতি ধনশ্রী আর তাঁর স্বামী যুজবেন্দ্র চাহালও ঘুরে এলেন মালদ্বীপ থেকে।
কালো মনোকিনিতে ধরা দিলেন ধনশ্রী। নিজেই সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দিগন্ত বিস্তৃত জলরাশির মধ্যে ধনশ্রীর সেই মোহময়ী উপস্থিতি স্বাবাভিক ভাবেই নজর কেড়েছে সকলের।