ফের ভাইরাল শাহরুখ কন্যা। লাস্যের ছটায় মুগ্ধ করছেন নেটিজেনদের। গতকাল রাতে রান্নাঘরের লাইভ ছবি দিয়েছিলেন। আজ ভোরের আলো ফোটার আগেই ছবিতে লাইকের সংখ্যা চার লাখ ছুঁই ছুঁই। সুহানার পরনে ছিল নুড রঙা ক্রপ টপ এবং হাই ওয়েস্ট বটমস। গলায় ঝকঝকে মুক্তোর সেট। হাতের ভঙ্গিতে বুঝিয়ে দিলেন হটনেসের নিরিখে তিনিই সেরা।
এদিন রান্নার ছবির পাশাপাশি বন্ধুবান্ধবের সঙ্গে তোলা ছবিও আপলোড করেন তিনি। সবকটি ছবিতেই লাইকের বন্যা বইছে রীতিমতো। বর্তমানে ইনস্টাগ্রামে দেড় মিলিয়ন ফলোয়ার সুহানার। জনপ্রিয়তার দিক থেকে বি-টাউনের অন্য স্টারকিডদের তুলনায় অনেকটাই এগিয়ে। অবশ্য ফিল্ম দুনিয়ায় আসতে নারাজ তিনি। তাঁর পছন্দ থিয়েটারের মঞ্চ। অবশ্য বহুবার পর্দায় তাঁকে দেখার আর্জি জানিয়েছেন ভক্তরা। তবে সুহানা তাতে ভোলার নয়।
Read More News
উল্লেখ্য, লকডাউনের সময় মন্নতেই ছিলেন সুহানা। বাবা অর্থাৎ শাহরুখ খানের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটিয়েছেন স্পটলাইটের আড়ালে। মা গৌরীকেও সাহায্য করেছেন ডিজাইনের কাজে। অবসরে বেলি ড্যান্সের অনলাইন ক্লাসও করেছেন। IPL-র সময় দুবাইতেও গিয়েছিলেন পরিবারের সঙ্গে। প্রতিবারই তাঁর ছবি কিংবা ভিডিয়ো ফুল মার্কস পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CLXGlIinMRn/?utm_source=ig_embed