কলকাতায় বাগবাজারে ব্রিজের কাছে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের প্রায় ২০টি ইঞ্জিন। আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এখনও হতাহতের কোনও খবর মেলেনি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে।
Read More News
আগুনের লেলিহান শিখায় বস্তিটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ১২২ বছরের স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকা অফিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আগুন লাগার প্রায় ৩০-৪০ মিনিট পর দমকলের গাড়ি আসে বলে অভিযোগ করেছে স্থানীয়দের একাংশ।
প্রায় ২ ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। অগ্নিকাণ্ডের জেরে সংলগ্ন এলাকায় যান চলাচলে প্রভাব পড়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে যান চলাচল বন্ধ বলে জানা যাচ্ছে। কয়েকটি রাস্তায় ব্যাপক যানজট রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল চত্বরে মোতায়েন করা হয়েছে RAF।