কোহলি-অনুষ্কার ঘর আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান

সোমবার বিরাট-অনুষ্কার ঘর আলো করে জন্ম নিল কন্যাসন্তান৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানালেন বিরাট কোহলি৷

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পরই দেশে ফিরে এসেছেন কোহলি৷ বছর শেষে দেশে ফিরে নতুন বছরে স্ত্রী’ অনুষ্কার সঙ্গে কাটান ভারত অধিনায়ক৷ আর এদিন তাঁর সন্তানের জন্ম দিলেন বলিউড কুইন অনুষ্কা৷ বিসিসিআই-এর তরফে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডি’কে অভিনন্দন জানানো হয়৷

মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতেল কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা৷ মা ও সদ্যোজাত কন্যাসন্তান দুজনেই সুস্থ এবং ভাল আছেন বলে জানা গিয়েছে। এই ফুটফুটে কন্যাসন্তানের আগমনের কারণে কোহলি এবং শর্মা পরিবারে খুশির হাওয়া বইছে। শুভেচ্ছাবার্তায় ভাসছেন বিরুষ্কা। শুধু ক্রিকেট জগতে বা অভিনয় জগত নয়, তাদের অনুরাগীরাও তাদেরকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।
Read More News

২০১৮ ডিসেম্বরে ইতালিতে এক রাজকীয় অনুষ্ঠানে বলি সেলেব অনুষ্কাকে বিয়ে করেন কোহলি৷ তারপর থেকে বলিউডে কম, ক্রিকেট মাঠে বিরাটের পাশে বেশি দেখা গিয়েছে অনুষ্কাকে৷ গত বছর ২৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার সন্তান সম্ভাবার কথা জানিয়েছিলেন কোহলি৷ কিন্তু তার পরেও অর্থাৎ নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের ত্রয়োদশ সংস্করণেও বিরাটের ছায়াসঙ্গী ছিলেন অনুষ্কা৷

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার ও করিনার মধ্যে কার সন্তান আগে হবে, তা নিয়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল করিনা কাপুর খান এবং অনুষ্কা শর্মার অনুরাগীদের মধ্যে। পৃথিবীর আলো না দেখা দুটি প্রাণকে নিয়ে প্রতিযোগিতায় মশগুল হয়েছিলেন অনেকেই। কিন্তু তাতে কর্ণপাত করেননি সাইফিনা এবং বিরুষ্কা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিরাট-অনুষ্কার পরিবারেই আগেই এল তাদের প্রথম কন্যাসন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *