জনপ্রিয় অভিনেত্রী অপি করিম কন্যাসন্তানের মা হয়েছেন। আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অপি। নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম দম্পতি প্রথম সন্তানের বাবা-মা হলেন।
সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপি করিমের কন্যাসন্তান। তবে কন্যাসন্তানের নাম কী রাখা হয়েছে, তা এখনো জানা যায়নি।
Read More News
গণমাধ্যমের খবর, ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ আবার পড়াশোনা- সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আর্কিটেকচারের একজন অনুষদ সদস্য।