কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট করোনা পজিটিভ যাত্রী নিয়ে ঢাকায় এসেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর করোনা শনাক্ত করেছেন বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
Read More News
কাতার এয়ারওয়েজের QR-419 নম্বর বিমানের একটি ফ্লাইটে মোহাম্মদ মুন্না নামে এক যাত্রী কোভিড-১৯ পজিটিভ নিয়ে দেশে ফেরেন। পরে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাৎক্ষণিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ওই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। কাতার এয়ারলাইন্সকে জরিমানার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।
সিভিল এভিয়েশনের আইন লঙ্ঘন করে কোভিড পজিটিভ যাত্রী নিয়ে আসায় কাতার এয়ারওয়েজকে বড় অঙ্কের জরিমানা করার আভাস দিয়েছে কর্তৃপক্ষ।