চীনের ব্যস্ততম বিমানবন্দর সাংহাইয়ে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।মঙ্গলবার বিমানবন্দরের পাঁচশতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা একদিনের নির্ধারিত ফ্লাইটের অর্ধেক। এ ছাড়া নির্ধারিত আভ্যন্তরীণ ফ্লাইটেরও প্রায় অর্ধেক বাতিল করা হয়েছে।
নগরীতে স্বল্প আকারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কর্মকর্তারা বিমানবন্দরের হাজার হাজার স্টাফকে করোনা পরীক্ষা করিয়েছে। করোনাভাইরাস বিমানবন্দরের কার্গো-কর্মিদের মাধ্যমেই ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
Read More News
সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সোমবার সকালে বিমানবন্দরের ১৭ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়।
গত বছর ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে। ভ্রমণ নিষেধাজ্ঞা, লকডাউন এবং প্রচুর পরীক্ষার মাধ্যমে চীন করোনা নিয়ন্ত্রণে সক্ষম হলেও সম্প্রতি দেশটির কয়েকটি শহরে আবার সংক্রমণ দেখা দিয়েছে।