সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় রাজধানীর মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা তুজ যোহরা ময়নাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি আজ নিশ্চিত করেছে পুলিশ।
Read More News
আজ শুক্রবার বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে ময়নাকে গ্রেফতার করা হয়। তিনি আদাবর মাইন্ড এইড হাসপাতালের মালিকপক্ষের একজন পরিচালক। এ নিয়ে প্রতিষ্ঠানটির ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে হাসপাতালের পরিচালক ডা. নিয়াজ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় তখন তার জন্য রিমান্ড আবেদন করেনি পুলিশ।
হারুন অর রশীদ জানান, শুক্রবার হাসপাতালের দুই পরিচালককে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।