ট্রাম্প-মেলানিয়ার ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ হতে চলেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যটা সঙ্গ দিচ্ছে না। প্রেসিডেন্ট পদ হারানোর সঙ্গে সঙ্গেই আরও এক দুসংবাদ অপেক্ষা করতে চলেছে তাঁর জন্য। এমনই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেল ইউকে। ডেইলি মেল নিজেদের প্রতিবেদনে উদ্ধৃত করেছে ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিককে।

উল্লেখ্য ওই আধিকারিক মেলানিয়া ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন অতীতে। ওই আধিকারিকের দাবি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো নয়। দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল ধরেছে তাঁদের। মেলানিয়া এই নির্বাচনের ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করছিলেন বলে খবর। এরপরেই তিনি তাঁর সিদ্ধান্ত জানাবেন বলে খবর।
Read More News

রবিবার এই তথ্য প্রকাশিত হয়েছে ডেইলি মেলে। মেলানিয়ার প্রাক্তন সহযোগি স্টেফনি ওয়োকঅফ ছিলেন আমেরিকার ফার্স্ট লেডির উপদেষ্টা। তিনি দাবি করেছেন হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়া পৃথক ঘরে থাকতেন। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল শুধুমাত্রা আর্থিক লেনদেনের। এই একই তথ্য দিচ্ছেন মেলানিয়ার আরেক সহকর্মী ওমারোসা ম্যানিগল্ট নিউমান। তিনিও জানিয়েছেন ট্রাম্প ও তাঁর স্ত্রীর সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনও মুহুর্তে তা ভেঙে যেতে পারে। বলা ভালো তা ভেঙে যাওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে মাত্র। ট্রাম্প মেলানিয়ার ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরেই বলে ইঙ্গিত মিলছে।

ওমারোসা জানিয়েছেন সময় গুনছেন মেলানিয়া, যাতে ডিভোর্স দিতে পারেন। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বেরোলেই তাঁকে ডিভোর্স দিতে চান মেলানিয়া বলে সূত্রের খবর।

উল্লেখ্য ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্টের পদ জেতার পর কেঁদে ফেলেছিলেন মেলানিয়া। তাঁর বন্ধুরা জানিয়ে ছিলেন এই ফল আশাই করতে পারেননি তিনি। যদিও মেলানিয়া ট্রাম্পের নিজের বক্তব্য তাঁর স্বামীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক তাঁর। তবে সম্প্রতি প্রেসিডেন্ট পদ থেকে হেরে যাওয়ার পর কোনও মন্তব্য করতে দেখা যায়নি মেলানিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *