সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিকেলে খ্যাতিমান প্রবীণ এই আইনজীবীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাসপাতালের ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে রয়েছেন।
Read More News
বার্ধক্যজনিত, ইউরিন ইনফেকশন এবং রক্তশূন্যতার কারণে ব্যারিস্টার রফিক-উল হক শারীরিকভাবে দুর্বল। তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। ব্যারিস্টার রফিক-উল হকের সুস্থতা কামনা করে স্বজনরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০১৭ সালের জানুয়ারিতে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ব্যারিস্টার রফিক-উল হকের বাঁ পায়ে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তাঁর স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হয়। মাঝেমধ্যে পায়ে ব্যথা হয়। যে কারণে হুইল চেয়ারে যাওয়া-আসা করতে হয়।
ব্যরিস্টার রফিক-উল হক ২০১১ সালে স্ত্রী ডা. ফরিদা হকের মৃত্যুর পর থেকে নিঃসঙ্গ হয়ে পড়েন।