জিন্দেগি না মিলেগি দোবারা’! তাই যা করার এই জীবনেই করে ফেলতে হবে! ছবির মতো বাস্তব জীবনেও সেটাই মেনে চলতে চাইছেন ফারহান এবং কালকি।তাই দু’জনেই নিজেদের পুরনো সম্পর্ককে ভুলে এগোতে চাইছেন নতুন পথে। তবে তাদের পথটা এক! তারা একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন!
Read More News
সম্প্রতি ফারহানের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার পরে আবার অদিতি রাও হায়দরির সঙ্গে তার সম্পর্কের কথাও শোনা গিয়েছিল। যদিও সে বিষয়ে ফারহানের বক্তব্য স্পষ্ট ছিল না।
কালকিও গত বছরই ডিভোর্স নিয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের থেকে। বোধহয় দু’জনেরই ইচ্ছে পুরনো বাঁধন ছেড়ে নতুন বাঁধনে জড়ানোর। তাই হয়তো এক হতে চলেছেন ফারহান-কালকি !
সূত্র: এবেলা