গোপনে শুটিং করলেন রণবীর-আলিয়া !

ট্যাক্সি চালক আলিয়া ভাটের যাত্রী রণবীর সিং। তিনি মুম্বাইয়ের কিছু চেনেন না। তাই রণবীরকে শহর ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নেন ট্যাক্সি চালক আলিয়া।গল্পটি অবশ্য কোনো ছবির নয়; একটি বিজ্ঞাপনে এমন ভূমিকা নিয়েই আসছে রণবীর-আলিয়া জুটি।
শ্যুটিংয়ে এবারই প্রথম জুটি বাঁধলেন রণবীর-আলিয়া। বিজ্ঞাপনটিতে ‘বাঙালি বাবু’র ভূমিকা ও সাজে উপস্থিত হবেন রণবীর।
এক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির বিজ্ঞাপনে দুজন গোপনেই শুটিং করে ফেলেছেন। তবে বিজ্ঞাপনটির কয়েকটি ছবি চলে এসেছে মিডিয়ার কাছে।
নতুন ভূমিকায়, নতুন জুটিকে দর্শকদের কেমন লাগবে- তা আপাতত বলা যাচ্ছে না।
Read More News

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *