ভারত বনাম পাকিস্তানের মধ্যকার টি-২০ বিশ্বকাপের সুপার লীগ পর্ব শুরুর আনুষ্ঠানিকতায় উপস্থিত হয়ে নিজ মাতৃভুমি ভারতের জাতীয় সঙ্গীত ভুলভাবে পরিবেশন করায় তীব্র সমালোচনার মধ্যে পড়ে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা ‘বিগ বি’ খ্যাত অমিতাভ বচ্চন।
এ সময় কোলকাতার ঐতিহাসিক ভেন্যু ইডেন গার্ডেনে ভুল জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য বলিউড কিংবদন্তীকে চারকোটি টাকা জরিমানা করারও প্রস্তাব করা হয়েছে। শেষ পর্যন্ত সিএবি প্রধান সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপে বিষয়টি সামাল দেয়া হয়।
তবে সেখানেই বিষয়টির ইতি ঘটেনি। আবারো বিষয়টি ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হতে শুরু করেছে। কারণ ওই ঘটনার জন্য অমিতাভ বচ্চনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এএনআই’র রিপোর্টে বলা হয়, ভুলে ভরা জাতীয় সঙ্গীত গাওয়ার দায়ে দিল্লির অশোক নগর পুলিশ স্টেশনে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছে।
Read More News