প্রয়োজন না হলে “গর্ভবতী মায়েরা” ঘর থেকে বের হবেন না

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, গর্ভবতী মায়েরা প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। একান্ত প্রয়োজন হলে লোকসমাগম বেশি আছে এমন স্থান এড়িয়ে চলবেন। তবে ঘরে থাকলেও নিয়মিতভাবে হাটাহাটি করবেন, হালকা ব্যায়াম করবেন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
Read More News

ডা. নাসিমা বলেন, বর্তমানে কভিড-১৯ পরিস্থিতিতেও দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান যেমন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের সকল সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আপনাদের নিকটবর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে গর্ভকালীন সেবা নিন।

গত ২৪ ঘণ্টায় আরো ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৮৪৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৬৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *