বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ ভক্তদের জন্য সব সময়েই কিছু না কিছু তিনি শেয়ার করে থাকেন ৷ সবাই মনে করেন বলিউডের অন্যতম বর্ণময় জীবন অমিতাভ বচ্চনের ৷ তাঁর পেশা থেকে পারিবারিক জীবনে সবার থেকে অনেকটাই অন্য মেজাজে থাকেন বিগ বি ৷ সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে নাতি-নাতনির ছবি শেয়ার করেছেন সেখানে নাতি-নাতনির সঙ্গে বেশ আলাদা মেজাজে বলিউডের মহানায়ককে দেখতে পাওয়া গিয়েছে ৷
https://www.instagram.com/p/CB8tFV9BJK8/?utm_source=ig_embed
ছবিতে বচ্চন পরিবারেরতিন প্রজন্মকে দেখতে পাওয়া গিয়েছে একই ফ্রেমে ৷ অমিতাভ বচ্চন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখতে পাওয়া গিয়েছে নাতি অগস্ত নন্দাকেও (মেয়ের ছেলে) ৷ ছবি শেয়ার করে তিনি লিখেছেন বাবা…ছেলে…নাতি ৷ সবাই মিলে হাত মুড়ে ছবি তোলার পরিকল্পনা করেন নি এটা হয়ে গিয়েছে ৷ ছবি পোস্ট করে লিখেছেন অমিতাভ বচ্চন ৷ এছাড়াও আরও একটি পোস্টে অমিতাভ বচ্চন, স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে নাতনি আরাধ্যাকে (অভিষেক ও ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা), নাতনি নব্যা ও অগস্ত নন্দাকেও ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে৷
Read More News
ছবির ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন গ্র্যান্ড চিলড্রেন গ্র্যান্ড প্যারেন্টেস ৷ ছবির পিছনের মেটাল কাস্টের অ্যারেঞ্জমেন্ট জেনে বুঝে করা হয়নি ৷ এই ছবির ক্যাপশানে একটি ইমোজি দিয়েছেন অমিতাভ বচ্চন ৷ অমিতাভ বচ্চনের পরিবারের মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
T 3577 – Grand children .. Grand parents ..❤️
.. and the arrangement of the metal casts at the back of the picture, have not been deliberately done according to the seating arrangement in front of them .. ???? ..
happens .. ??❤️❤️ pic.twitter.com/k5dx9jl6yL— Amitabh Bachchan (@SrBachchan) June 28, 2020
ছবির ক্যাপশানকে সবার অত্যন্ত ভাল লেগেছে ৷ খুব তাড়াতাড়ি অমিতাভ বচ্চন সোনি টিভিতে কৌন বনেগা ক্রোড়পতির সিজিন ১২ নিয়ে হাজির হবেন ৷ এছাড়াও রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্রেও দেখতে পাওয়া যাবে বিগ বি-কে৷