তিন প্রজন্ম একই ফ্রেমে

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ ভক্তদের জন্য সব সময়েই কিছু না কিছু তিনি শেয়ার করে থাকেন ৷ সবাই মনে করেন বলিউডের অন্যতম বর্ণময় জীবন অমিতাভ বচ্চনের ৷ তাঁর পেশা থেকে পারিবারিক জীবনে সবার থেকে অনেকটাই অন্য মেজাজে থাকেন বিগ বি ৷ সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে নাতি-নাতনির ছবি শেয়ার করেছেন সেখানে নাতি-নাতনির সঙ্গে বেশ আলাদা মেজাজে বলিউডের মহানায়ককে দেখতে পাওয়া গিয়েছে ৷

https://www.instagram.com/p/CB8tFV9BJK8/?utm_source=ig_embed

ছবিতে বচ্চন পরিবারেরতিন প্রজন্মকে দেখতে পাওয়া গিয়েছে একই ফ্রেমে ৷ অমিতাভ বচ্চন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখতে পাওয়া গিয়েছে নাতি অগস্ত নন্দাকেও (মেয়ের ছেলে) ৷ ছবি শেয়ার করে তিনি লিখেছেন বাবা…ছেলে…নাতি ৷ সবাই মিলে হাত মুড়ে ছবি তোলার পরিকল্পনা করেন নি এটা হয়ে গিয়েছে ৷ ছবি পোস্ট করে লিখেছেন অমিতাভ বচ্চন ৷ এছাড়াও আরও একটি পোস্টে অমিতাভ বচ্চন, স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে নাতনি আরাধ্যাকে (অভিষেক ও ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা), নাতনি নব্যা ও অগস্ত নন্দাকেও ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে৷
Read More News

ছবির ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন গ্র্যান্ড চিলড্রেন গ্র্যান্ড প্যারেন্টেস ৷ ছবির পিছনের মেটাল কাস্টের অ্যারেঞ্জমেন্ট জেনে বুঝে করা হয়নি ৷ এই ছবির ক্যাপশানে একটি ইমোজি দিয়েছেন অমিতাভ বচ্চন ৷ অমিতাভ বচ্চনের পরিবারের মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

ছবির ক্যাপশানকে সবার অত্যন্ত ভাল লেগেছে ৷ খুব তাড়াতাড়ি অমিতাভ বচ্চন সোনি টিভিতে কৌন বনেগা ক্রোড়পতির সিজিন ১২ নিয়ে হাজির হবেন ৷ এছাড়াও রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্রেও দেখতে পাওয়া যাবে বিগ বি-কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *