বলিউডের মিষ্টি হাসির নায়িকা মাধুরী দিক্ষিত। তাঁর অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছিলেন তিনি। আমির খান থেকে শুরু করে শাহরুখ খান, গোবিন্দা, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, সালমান খানের মতো নায়কের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি করেছেন তিনি। মাধুরী বিয়ে করেছেন শ্রীরাম মাধব নেনেকে। তাঁর দুই ছেলে নিয়ে সুখের সংসার।
Read More News
মাধুরীর মায়ের আজ জন্মদিন। মায়ের জন্মদিন পালন করলেন বাড়িতেই। নেনের হাতে গিটার। সঙ্গে রয়েছে দু’ই ছেলে। কেক কেটে জন্মদিন পালন করলেন মায়ের। দিদার পা ছুঁয়ে প্রণাম করলো তাঁর ছেলে। এই ভিডিও মাধুরী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমার জীবনের সব থেকে বড় শক্তি আমার মা। আমার সাপোর্টসিস্টেম। আজ তাঁর জন্মদিন পালন করতে আমি খুব খুশি।” সকলকে ধন্যবাদও জানান তিনি।
https://www.instagram.com/p/CB8ZTeCn6Zp/