অন্তর্জাল তারকা হিরো আলমের দীর্ঘদিন মূলধারার চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন। এবার তাঁর স্বপ্ন পূরণ করছেন অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। গতকাল বৃহস্পতিবার তাঁদের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হিরো আলম।
Read More News
চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্রে বিনিয়োগ করেন নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। এতদিন সব ছবিতে তিনি নিজে অভিনয় করলেও চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে অন্য শিল্পীদের নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা করেছেন তিনি। তাঁর নতুন ছবিতে নায়ক হিসেবে যুক্ত হয়েছেন ইমন। সেই ছবিতে থাকছেন সামাজিক মাধ্যমে আলোড়ন তোলা হিরো আলমও।
অনন্ত জলিল বলেন, চলচ্চিত্র বাঁচাতে ছবি প্রয়োজন। শিল্পীদের কাজ প্রয়োজন। আমি তো আর সব ছবিতে অভিনয় করতে পারব না, সে সময়ও আমার নেই। তাই বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি, চলচ্চিত্র বাঁচাতে ও শিল্পী-কলাকুশলীদের কাজ দিতে কিছু চলচ্চিত্র নির্মাণ করব। নতুন একটি চলচ্চিত্রের জন্য চুক্তি করেছি নায়ক ইমন ও হিরো আলমের সঙ্গে। ইমন বেশ কিছু ছবিতে ভালো কাজ করেছেন। আশা করি, আগামীতে আরো ভালো কিছু করবেন। ছবিতে হিরো আলম থাকছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। আশা করি, তিনিও তাঁর চরিত্র সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলবেন।
এদিকে, সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে অনন্ত জলিলের সিনেমা ‘দিন—দ্য ডে’। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে বর্ষাসহ ইরান-বাংলাদেশের অনেক শিল্পীকে।