পুতিনকে রক্ষায় তৈরি হল স্পেশাল টানেল

করোনা ভাইরাসে জর্জরিত সারা বিশ্ব। আর এই মারণ করোনা ভাইরাসের হাত থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রক্ষা করতে তৈরি হল স্পেশাল জীবাণুনাশক টানেল। মস্কোর বাইরে পুতিনের সরকারি আবাসনে প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে ওই সুরঙ্গ দিয়ে প্রবেশ করতে হয়।

সুড়ঙ্গটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আরআইএ। তাতে দেখা যায় মুখে মাস্ক পরিহিত ব্যক্তিরা ওই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করছেন। সুড়ঙ্গটির উপরিভাগ ও দেয়াল থেকে চারপাশে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। আরআইএ জানায়, এ তরল জীবাণুনাশক থেকে সুরঙ্গে প্রবেশকারী প্রত্যেকের পোশাক ও উন্মুক্ত অংশও বাদ পড়ে না।
Read More News

গত এপ্রিলে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া প্রত্যেক ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। এর এক মাস পর জানা যায়, পেসকভ নিজেই ভাইরাসটিতে আক্রান্ত।

এখন পর্যন্ত রাশিয়ায় নিশ্চিত করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখের বেশি মানুষ। পুরো বিশ্বের আক্রান্তের হিসেবে দেশটির অবস্থান তৃতীয়। সেখানে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ২৮৪ জন করোনা রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *