চলে গেলেন সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।
Read More News
গত ৫ জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব পরীক্ষায় বদর উদ্দিন আহমদ কামরানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। অবস্থা খারাপ হতে থাকলে ৭ জুন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট শোকে যেন স্তব্ধ হয়ে পড়েছে। তাঁর মৃত্যুর খবর সিলেটে পৌঁছানোর পর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আজই তাঁর মরদেহ সিলেটে নিয়ে যাওয়ার কথা আছে। তবে স্বাস্থ্যবিধি মেনে তাঁর জানাজার আনুষ্ঠানিকতায় লোকসমাগম সীমিত রাখা হবে বলে জানা গেছে।