প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩) মারা গেছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Read More News
চার দিন আগে ডা. মাহমুদ মনোয়ারের করোনাভাইরাস শনাক্ত হয়। পরদিনই তিনি হাসপাতালে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র মাহমুদ মনোয়ার।
বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।