প্রসাধনী সামাগ্রীর দাম বৃদ্ধি পাবে

আগামী ২০২০-২১ অর্থবছর থেকে দেশে বিভিন্ন ধরনের প্রসাধনী সামাগ্রীর দাম বৃদ্ধি পেতে পারে। চলতি বাজেট অধিবেশনে এই প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বিভিন্ন প্রসাধনীর ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা বলেন, বিভিন্ন প্রসাধনীর ওপর সম্পূরক শিল্প ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করছি।

১১ জুন, বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজের আকার ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকা।
Read More News

জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট। এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত এই বাজেট চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের থেকে ১৩.২৪ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *