করোনাভাইরাসে সর্বাধিক মৃত্যু ও সর্বোচ্চ আক্রান্ত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জন। একদিনেই মারা গেছেন ৪৫ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৭৫ জনে।

২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Read More News

ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও ব্যাপক প্রাণহানি ঘটে। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষেও রয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৯৭০ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ১০ হাজার ৯৩১ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *