দেশে করোনাভাইরাসে একদিনে রেকর্ড ৪০ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৫৪৫ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৪০ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ৮, এবং অন্যান্য জেলার ৪ জন। ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জন। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪৭ হাজার ১৫৩।

গত ২৪ ঘন্টায় মোট ১২ হাজার ২২৯ টি নমুনা সংগ্রহ হয়েছে। ১১ হাজার ৮৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৯১ জনকে।
Read More News

রবিবার (৩১ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *