আদালত অবমাননার দায়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈনউদ্দীনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মঈন উদ্দীনসহ ৫ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার আপিল বিভাগের একটি আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সৈয়দ এ পি মোজাফফর আলী, মতিলাল তিওয়ারী।
Read More News