সুন্দরবনের শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

গত বছরের অক্টোবরে শ্যালা ও পশুর নদীর মোহনায় ডুবে যাওয়া কয়লাবাহী কার্গো জাহাজ এমভি জিয়া রাজ এখনো উদ্ধার হয়নি। এর মধ্যেই ডুবে গেছে কয়লাবোঝাই আরো একটি কার্গো জাহাজ। এ ঘটনার পর সোমাবার শ্যালা নদীতে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ। জানা গেছে, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শ্যালা নদীতে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে এমভি সী হর্স-১ নামে লাইটারেজ জাহাজটির তলা ফেটে যায় শনিবার বিকালে। গতকাল সকালে এটি পুরোপুরি ডুবে যায়। চট্টগ্রাম থেকে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিল কার্গো জাহাজটি। তবে সুন্দরবনে শ্যালা নদীতে জাহাজডুবির সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ২০১৪ সালে। ওই বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে ডুবে যায় ‘ওটি সাউদার্ন-৭’ নামের একটি তেলবাহী ট্যাংকার। এতে সুন্দরবনের ৩৫৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তেল ছড়ায়, যার বিরূপ প্রভাব পড়ে পরিবেশের ওপর। ওই ঘটনার পর শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরে তা আবার খুলে দেয়া হয়। শনিবারের কয়লাবোঝাই কার্গোডুবির ঘটনায় তা আবার বন্ধ করা হলো।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *