গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ কর্তৃপক্ষ শ্রমিকদের এপ্রিল মাসের বেতনের ৬০ শতাংশ পরিশোধ করতে সকল কারখানা মালিকদের নির্দেশ দিয়েছে।
শনিবার (২ মে) বিকেএমইএ এর সভাপতি সাংসদ একেএম সেলিম ওসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়।
বিজ্ঞপ্তিতে বিকেএমইএ পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারি পরিস্থিতিতে সম্পূর্ণ এপ্রিল মাস উৎপাদন বন্ধ। এতে পোশাক কারখানা মালিক ও শ্রমিকরা সবাই ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে উভয় পক্ষের স্বার্থ রক্ষার্থে সরকার, কারখানা মালিক ও শ্রামিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেএমইএ সকল সদস্য প্রতিষ্ঠানের শ্রমিকদের এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন পরিশোধের নির্দেশনা দেয়া হয়।
Read More News
কোন গার্মেন্টস প্রতিষ্ঠান মালিক এ নির্দেশনা না মানলে এবং এ কারণে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে বিকেএমইএ এর কোনো দায়-দায়িত্ব গ্রহণ করবে না বলেও বিজ্ঞপ্তিতে কঠোরভাবে উল্লেখ করা হয়।