দুই হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু করেছে পিএসসি

করোনাভাইরাস মোকাবেলায় ডাক্তারের সঙ্কট কাটাতে ৩৯তম বিশেষ বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করতে আজ মঙ্গলবার কমিশনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের এই ক্রান্তিকালে দ্রুততার সঙ্গে ডাক্তার নিয়োগ দিতে হলে ৩৯তম বিশেষ বিসিএস থেকেই দিতে হবে। কারণ এই বিশেষ বিসিএস সদ্যই শেষ হয়েছে। নতুন বিসিএস এর আয়োজন করতে হলে দীর্ঘ সময় লেগে যাবে। যেখান থেকে নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের সংকটকালীন মুহূর্তে কাজে লাগানো সম্ভব নয়।
Read More News

পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালে ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩ আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন। পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *