একসঙ্গে সালমান খান ও রুনা লায়লা

অভিনেতা সালমান খানের সঙ্গে তোলা এ ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন রুনা লায়লা সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন উপমহাদেশের গুণী গায়িকা রুনা লায়লা। সেখানে ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ গ্রহণ করতে উপস্থিত হয়েছেন তিনি। অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দেন এ শিল্পী। সংবাদ সম্মেলন শেষেই ভারতের গুণী শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেখানে বলিউডের হার্টথ্রব অভিনেতা সালমান খানের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন রুনা লায়লা। এ প্রসঙ্গে ফেসবুকে তিনি লিখেছেন, ‘ওয়ান অ্যান্ড ওনলি সালমান খানের সঙ্গে সাক্ষাৎ করলাম। জয় হো!’ এর আগে কিংবদন্তি শিল্পী লতা মুঙ্গেশকরের বাসায় আতিথিয়তা গ্রহণ করেন এ শিল্পী। লতা মুঙ্গেশকরের সঙ্গে সাক্ষাতের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেন ভক্তদের। এ বছর ভারতের চলচ্চিত্র শিল্পে সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে’ বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন এ কিংবদন্তি শিল্পী। আগামী ৩০ এপ্রিল দিল্লিতে রুনা লায়লার হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *