করোনার মধ্যে ইতালির দুর্ধর্ষ মাফিয়া সদস্যরা দেশটির অসহায় মানুষদের মধ্যে খাবার বিলিয়ে দিচ্ছে।
ইতালির দক্ষিণাঞ্চলীয় কাম্পানিয়া, সিসিলি, পুগলিয়া এবং ক্যালাব্রিয়াতে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে মাফিয়া গ্যাং’র সদস্যরা।
এদিকে এমন পরিস্থিতিতে মাফিয়া গ্যাংদের কর্মকাণ্ডে শঙ্কা প্রকাশ করে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামারগেস বলেন, মাফিয়ারা এই সময়ের সুযোগ নিতে পারে। এভাবে তারা তাদের দলে আরো লোকজন নিতে পারে।
Read More News
মাফিয়াদের সাহায্য দেয়া বন্ধ করতে ইতিমধ্যে ইতালির বিভিন্ন শহরে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া মাফিয়াদের কাছ থেকে খাবার নেয়ায় বেশ কিছু লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও ইতালির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
ইতালিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ৪৪৯ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। গত ফেব্রুয়ারির ২০ তারিখ ইতালির লম্বার্দির কোদোগ্নো শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।