ফ্লোরিডার উপকূলের অদূরে সমুদ্র থেকে ১৮ কিউবান নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে নৌকায় করে যুক্তরাষ্ট্রের পৌঁছানোর চেষ্টাকালে কিউবার আরো নয় নাগরিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার দেশটির কোস্টগার্ড একথা জানিয়েছে। একটি প্রমোদতরী মার্কো আইল্যান্ডের অদূরে সমুদ্রে বিপদে পড়া ১৮ কিউবানকে উদ্ধার করে। কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, উদ্ধারকারী কিউবানরা দাবি করে ২২ দিন আগে তারা কিউবা থেকে রওয়ানা দেয়। তাদের সঙ্গীরা এই বিপদসংকুল সমুদ্র পথ পাড়ি দেয়ার সময় ডুবে মারা গেছেন।
Read More News