আজ শুক্রবার বিকেল থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপারে বিধিনিষেধ কার্যকর হয়েছে। এর আগে চিঠির মাধ্যমে এ নির্দেশনা জানায় ভারতীয় ইমিগ্রেশন। হঠাৎ করে এমন নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন অনেকেই।
করোনা ভাইরাসে অচল করে দিচ্ছে বৈশ্বিক যোগাযোগ। এর ধারবাহিকতায় সাময়িক বন্ধ হয়েছে বাংলাদেশ-ভারত যোগাযোগও। তাই শেষ সময়ে দুদেশের ইমিগ্রেশনে বাড়তি ভিড়।
Read More News
বাংলাদেশিদের ভিসা স্থগিতের পর শুক্রবার বিকেল থেকে সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করেছে ভারত। এই ঘোষণা বহাল থাকবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।
তবে ভারতের এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। তবে দুদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।