চিন ও ইটালির পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরান। আর এমন সময়েই তেহরান-সহ ইরানের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বহু ভারতীয়। এদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় উদ্ধারের আর্জি জানিয়ে পোস্ট করছেন। এর আগে আটকে পড়া ভারতীয়দের রক্ত ও অন্য নমুনা নিতে চিকিৎসক দল পাঠিয়েছিল নয়াদিল্লি। এবার ইরানে আটকে থাকাদের উদ্ধারে বায়ুসেনার বিশেষ বিমান পাঠানো হচ্ছে। সোমবার রাত ৮টায় তেহরানের উদ্দেশে রওনা দেবে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার
ইরানের বিভিন্ন প্রান্তে মোট ৩০০ জন ভারতীয় আটকে রয়েছেন। এদের মধ্যে যাঁদের সর্দি-জ্বর-কাশির মতো উপসর্গ রয়েছে, তাঁদের আলাদা চিকিৎসাও হচ্ছে। এর আগে নমুনা সংগ্রহ ও চিকিৎসার পাশাপাশি ইরানে থাকা ভারতীয় দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল সাউথ ব্লক।
Read More News
বিদেশমন্ত্রী জয়শংকরও সম্প্রতি জানিয়েছেন, ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে সবরকম আলোচনা চালাচ্ছে কেন্দ্র।
এদিকে, সোমবারই ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।