বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফী বিন মর্তুজা অবসর নেয়ার দুইদিন পরই এ ঘোষণা করেছে।
ওয়ানডের নতুন অধিনায়ক নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে রোববার (০৮ মার্চ) সন্ধ্যায় বিসিবিতে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। এদিন সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মাশরাফীর উত্তরসূরী হিসেবে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম।
Read More News
সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে হয়তো ওয়ানডে দলের নেতৃত্ব পরিবর্তন হতে পারে। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আগে থেকেই রয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।