মে মাসে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন ‘বরুণ ধাওয়ান’

বলিউডে জোর খবর, আগামী মে মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ধাওয়ান ও তাঁর গার্লফ্রেন্ড নাতাশা দালাল।

জানা গিয়েছে, ২২ মে বিয়ের দিন ঠিক করেছেন বরুণ-নাতাশা। গত বছরই তাঁদের বিয়ে হবে বলে খবর রটেছিল। তবে স্ট্রিট ডান্সার থ্রি-এর কারণে বরুণকে ২০২০ পর্যন্ত বিয়ে স্থগিত করে দিতে হয়।
Read More News

এই সেলেব জুটিও গ্র্যান্ড ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন বলে জানা গিয়েছে। থাইল্যান্ডের একটি ফাইভ স্টার রিসর্টে হবে তাঁদের বিবাহ অভিযান। ফিল্মফেয়ারে নাতাশার সম্পর্কে বলতে গিয়ে বরুণ বলেছিলেন, ‘ও আর আমি একসঙ্গে স্কুলে যেতাম। কাজেই সেই বয়স থেকেই ও আমার বাবা-মাকে চেনে। আগেও আমাদের বাড়ির অনুষ্ঠানে ও এসেছে। তবে তার ছবি হয়তো প্রকাশ হয়নি। ও আমার কাণ্ডারী। আমার জীবনকে স্থির রাখার ফ্যাক্টর ও। পরিবারও ওকে খুব পছন্দ করে।’

সম্প্রতি আরমান জৈন ও অনীশা মালহোত্রার বিয়েতে একসঙ্গে দেখা যায় এই যুগলকে। কালো ও সোনালি এথনিক সাজে সেজেছিলেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *