কলকাতার অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসুর ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের মোশাররফ করিম। একই ছবিতে রয়েছেন কলকাতার আরো তিন শীর্ষ তারকা।
মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জী, নুসরাত জাহান ও আবীরকে। ছবিতে মোশাররফের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসুকে।
প্রায় নয় বছর পর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনেই তৈরি হবে ছবিটি। ছবির নাম ‘ডিকশনারি’।
Read More News
গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনি উঠে আসবে। আবির-নুসরাতকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। পরবর্তীতে পরমব্রতর সঙ্গে সম্পর্ক তৈরি হবে নুসরাতের। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে। এদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনি দেখানো হবে।