মালদ্বীপে ঘুরতে গিয়েছেন বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। সেখানে মালদ্বীপের নীল সমুদ্রে গা ভাসাচ্ছেন এই বলিউড নায়িকা। ৩১ বছর বয়সী পরিণীতি মালদ্বীপে কাটানো ছুটির নানা মুহূর্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশিরভাগ সময়েই মালদ্বীপের সমুদ্রে গভীর নীল জলে গা ডুবিয়ে রয়েছেন তিনি। একটি কালো সাঁতারের পোশাক এবং একটি কালো সানগ্লাস পরে নিজের সেই ‘ছবি’ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
একটি ছবিতে পরিণীতি ক্যাপশন দিয়েছেন-‘সমুদ্রের মাঝখানে একটি হ্যামক? ইয়েস প্লিজ!’
অপর ছবিতে তিনি লিখেছেন, ‘আমাকে একটু সমুদ্র দিন এবং আমি তাতেই খুশি। মালদ্বীপ প্রায় আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে এবং পানিতে ডুবে থেকেই যেন আমি খুশিতে পরিপূর্ণ হয়ে উঠছি।’
Read More News
২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বহেল ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্গা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়া। এরপর ‘গোলমাল এগেইন’, ‘হাসি তো ফাঁসি’, ‘ইশকজাদে’, ‘কিল দিল’র মতো ছবিতে দর্শকদের মন কাড়েন তিনি।