উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে সঙ্গে বিয়ে নিয়ে চারিদিকে গুঙ্গন। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি প্রমো ভিডিও প্রকাশ হওয়ার পর এ খবর ছড়িয়ে পড়ে। উদিতপুত্র আদিত্য নারায়ণ নিজেই জানান, ভালোবাসা দিবসে নেহা কক্কর ও তিনি বিয়ে করতে চলেছেন।
আসলেই কি বিয়ে, নাকি অনুষ্ঠান জমানোর জন্যই এই ঘোষণা দেওয়া। এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা লেগেই আছে।
Read More News
আদিত্যর বাবা কিংবদন্তী কণ্ঠশিল্পী উদিত নারায়ণ বলেন, নেহা খুবই মিষ্টি মেয়ে। ও খুব সুন্দর গান করে। নেহাকে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি। আর শুধু আমিই নয়, সব মানুষই ওকে খুবই পছন্দ করে। ওরা দু’জনেই জুটি বাঁধছে। কিন্তু বাকিটা তো ওদের ব্যক্তিগত। এই ফেব্রুয়ারিতে বিয়ে করছে কি না ওরা, তা আমার জানা নেই। কিন্তু যদি ওরা বিয়ে করে তবে আমার কোনও অসুবিধে নেই। ভালই হবে, আমাদের গান-বাজনার পরিবারে একজন গায়িকা যুক্ত হবে।
উল্লেখ্য, গত বছরই হিমাংশু কোহলির সঙ্গে ‘ব্রেক আপ’র খবরে শিরোনাম হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। নতুন বছর আসতেই বিয়ের খবর নিয়ে শিরোনাম হন তিনি। এখন দেখার বিষয় সত্যিই আদিত্য আর তিনি বিয়ে করছেন কী না।