বড়দিনে মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর বাড়়িতেই আয়োজন করলেন ক্রিসমাস সেলিব্রেশন। মালাইকা আরোরার মা জয়েস তাঁর মুম্বইয়ে বান্দ্রার বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই অর্জুনকে নিয়ে উপস্থিত হলেন মালাইকা। সঙ্গে ছিল ছেলে আরহানও। মালাইকার মার বাড়ি ঢোকার আগে বাইরে উপস্থিত চিত্র সাংবাদিকদের ছবি তোলারও সুযোগ দিলেন অর্জুন। কালো ডেনিম ও সোয়েটশার্টের ক্যাশুয়াল লুকেই পাওয়া গেল অর্জুনকে। অন্যদিকে মালাইকার পরনে ছিল গাঢ় নীল জাম্পস্যুট।
Read More News
পারিবারিক এই অনুষ্ঠানে স্বামী শাকিল লাদাখ ও সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন অমৃতা আরোরাও। বড়দিন পরিবারের সঙ্গে কাটালেও, ক্রিসমাস ইভে প্রিয় বন্ধুদের সঙ্গেই সময় কাটালেন মালাইকা-অর্জুন। সইফ আলি খান ও করিনার আমন্ত্রণে তাঁরা যুগলে পৌঁছে গিয়েছিলেন খান পরিবারের অন্দরমহলে।