চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে এখন বলিউডের নয়া হার্টথ্রব। একের পর এক ছবিও করছেন। সঙ্গে ফ্যাশন ও অভিনয়গুণে দর্শকমনে জনপ্রিয়তা পেয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনন্যা বেশ জনপ্রিয়। তার ছবি ও ভিডিও খুব অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।
Read More News
এমনি একটি ছবি সম্প্রতি পোস্ট করেছেন এ নায়িকা। অনন্যা একটি বিকিনি পরিহিত ছবি পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রামে। কালো রঙা বিকিনিতে মুগ্ধতা ছড়িয়েছে তার এ ছবি। ছবিটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। ছবির বিপরীতে পড়তে থাকে অসংখ্য কমেন্ট। এরমধ্যে বেশিরভাগই প্রশংসা করেছেন অনন্যার। তবে কিছু সংখ্যাক আবার নেতিবাচক কমেন্টও করেছেন। বলেছেন, অল্প বয়সে পেকে গেছে অনন্যা। এত খোলামেলা হওয়ার কি দরকার তার। আবার অনেকে বলেছেন, আলোচনায় আসতেই এমন ছবি পোস্ট করেছেন তিনি। তবে অনন্যা অবশ্য সমালোচনায় পাত্তা দেবার পাত্রী নন। তাই এসবের কোনটির উত্তরও দেননি তিনি। বর্তমানে তার হাতে রয়েছে দুটি ছবি। এ ছবিগুলোর শুটিং নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অনন্যা। দুটি ছবিই নতুন বছরে মুক্তির কথা রয়েছে।