ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে সুন্দরবন এলাকায় আঘাত হেনেছে

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে এগিয়ে এসে সুন্দরবন এলাকায় আঘাত হেনেছে। এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-সংলগ্ন সুন্দরবন দিয়ে সাতক্ষীরা ও খুলনা উপকূল অতিক্রম করবে। উপকূল অতিক্রম করে আরও দুর্বল হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Read More News

ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ও মুন ফেজ এর প্রভাবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *