‘দ্য হোয়াইট টাইগার’ ছবির জন্য রাজধানী দিল্লিতে শ্যুটিং করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে এই প্রথম তাঁর নায়ক হয়েছেন রাজকুমার রাও।
দিল্লিতে শ্যুট করতে এসে দিল্লির নানা লোভনীয় সুস্বাদু খাবার ডিশ মিস করে গেলেও, প্রিয়াঙ্কা স্বাদ নিতে কিছুতেই ভুল করেননি দিল্লির বিখ্যাত লোভনীয় সুস্বাদু ‘দৌলত কি চাট’। চারিদিকে বাদাম দিয়ে সাজানো এই দারুণ চাট হাতে নিয়ে, নিজের ইনস্টাগ্রামে জিভে জল-আনা এক দারুণ পোজ দিতেও ভুল করেননি ‘পিসি’।
ছবি তুলে দিয়েছেন রাজকুমার রাও। ছবিতে প্রিয়াঙ্কা তাঁকে কৃতজ্ঞতাও জানিয়েছেন। দৌলত কি চাটের চারিদিকে আবার টাকা লাগানো রয়েছে। যদিও ৫০০ টাকার এই নোটগুলি জাল। এই চাটটি সাজানোর জন্যই এই নোট ব্যবহার করা হয়।
Read More News
আদগার বুকার প্রাইজ জেতা বই থেকে তৈরি ‘দ্য হোয়াইট টাইগার’ তৈরি হচ্ছে নেটফ্লিক্সের জন্য। গল্পে এক ছোট গ্রামের যুবকের ধীরে ধীরে বড় শহরে এসে উদ্যোগপতি হয়ে ওঠার জার্নি দেখানো হয়েছে।