মুক্তি পেতে যাচ্ছে ‘মায়া- দ্য লস্ট মাদার’

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘নেকাব্বরের মহাপ্রায়াণ’-এর জন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কবি মাসুদ পথিকের ‘মায়া- দ্য লস্ট মাদার’। আসছে ডিসেম্বরে ছবির মুক্তির পরিকল্পনা করেছেন!

ছবি মুক্তির লক্ষ্যে প্রচার-প্রচারণা নিয়ে আপাতত ব্যস্ত আছেন মাসুদ পথিক। এবার আসছে ছবির টিজার। শনিবার ৩ টা ১ মিনিট ২১ সেকেন্ডে এই ছবির প্রথম টিজার প্রকাশ পাবে।
Read More News

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাতীয়পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক।

ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নির্মাতা। জানালেন, এই সিনেমায় নতুন বাংলা, বাংলা মাকে পাবেন এটা আমার বিশ্বাস। তিনি বলেন, টিজারের পর আসছে ২০ নভেম্বর ‘মায়া’র ট্রেলার প্রকাশ পাবে। এরপর ধারাবাহিকভাবে সিনেমার গানগুলো প্রকাশ করা হবে সিনেমার নিজস্ব পেইজ থেকে।

ছবি ‘মায়া’ ডিসেম্বরের যেকোনো শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। ‘মায়া’ সিনেমাটিতে অভিনয় করেছেন, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাটিতে গান করেছেন, ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পুজা ও মমতাজের মতো শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *