বিদ্যা সিনহা মিমের চলাফেরা, জীবনযাপনে বেশ প্রভাব বিস্তার করছে একটি জিনিস। সবকিছুতেই তার এখন সেটা ছাড়া চলছেই না। তা থেকে নিজেকে সংবরণও করতে পারছেন না তিনি। বলা হচ্ছে ডেকো গ্রুপের বিস্কুট ‘কুকিজ’-এর কথা। মিম এবার এই কুকিজ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। অনেকদিন পর একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন তিনি। বুধবার বিকালে রাজধানীর কোক স্টুডিওতে এর শুটিংয়ে অংশ নেন মিম। পনি আবেদিনের কোরিওগ্রাফিতে বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিয়েছেন মেহেদী হাসিব। কাজের ফাঁকে জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতার সঙ্গে একটি ফটোশুটেও অংশ নেন মিম। উল্লেখ্য, মিমের নতুন এ বিজ্ঞাপনচিত্রের সেট পরিচালনায় কাজ করেছেন ডট থ্রি প্রোডাকশন, ক্যামেরায় রাজু রাজ এবং কসটিউম স্টাইলিং করেছেন জাহিন।
Read More News