আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে পরিচিত আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযান শেষে এবার তার ছোট ভাই রাজা মোহাম্মদের বাড়িতে অভিযান শুরু হয়েছে। রবিরার রাত সাড়ে সাতটা থেকে এই অভিযান শুরু করে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে বিকাল ৫টা থেকে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিসা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়।
সু-নির্দিষ্ট অভিযোগে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযানের প্রাথমিক পর্যায়ে আমরা বেশ কিছু বিদেশি মদের বোতল পেয়েছি। এখন ফ্ল্যাটটির প্রতিটি রুমে তল্লাশি করে দেখছি।
Read More News
রাজা মোহাম্মদ ভাই মারা গেছেন। তার স্ত্রী এই বাসাটিতে থাকেন। অভিযান শুরু করার সময় বাসাটিতে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে বিল্ডিং’র ছাদে যে ক্যাসিনো ও বারটি পাওয়া যায় এর সঙ্গে এ বাসার সংশ্লিষ্টতা রয়েছে।